ভোরের আকাশে প্রথম সূর্য
ডিসেম্বর ১৬, ২০১১
কালো রাত্রির আঁধারে
যারা রক্তাক্ত হয়েছে
তাদের রক্তে আঁকা হয়েছে
আমাদের এই বিজয় ।
আমাদের এই মানচিত্রটা-
আমাদের স্মৃতিস্তম্ভগুলো
পৃথিবীর ইতিহাসে
নিদারুণ স্বাক্ষী হয়ে আছে
আমাদের বধ্যভূমিগুলো
হয়ে আছে সেই ইতিহাসের
জ্বলন্ত দলিল।
১৬ই ডিসেম্বর-২০১১ইং রাত্রি:১১:৫০/১২:০০মিঃ
ডিসেম্বর ১৬, ২০১১
কালো রাত্রির আঁধারে
যারা রক্তাক্ত হয়েছে
তাদের রক্তে আঁকা হয়েছে
আমাদের এই বিজয় ।
আমাদের এই মানচিত্রটা-
আমাদের স্মৃতিস্তম্ভগুলো
পৃথিবীর ইতিহাসে
নিদারুণ স্বাক্ষী হয়ে আছে
আমাদের বধ্যভূমিগুলো
হয়ে আছে সেই ইতিহাসের
জ্বলন্ত দলিল।
১৬ই ডিসেম্বর-২০১১ইং রাত্রি:১১:৫০/১২:০০মিঃ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন