হিমহিম শীতের সকালে তোমায় খুজি
একটু উষ্ণতা পাওয়ার জন্যে,
তুমি চাদর হয়ে জড়িয়ে রবে
আমার অঙ্গ জুড়ে।
একটু উষ্ণতা পাওয়ার জন্যে,
তুমি চাদর হয়ে জড়িয়ে রবে
আমার অঙ্গ জুড়ে।
খালি পায়ে শিশির ছুঁয়ে তোমায় খুজি,
শিহরন বয়ে যায় আমার স্বত্তায়,
শিশিরের বিন্দু কণায় তোমাকে দেখতে চাই
ঠান্ডা একটু পরশ যদি তুমি দিয়ে যাও আমায়।
শিহরন বয়ে যায় আমার স্বত্তায়,
শিশিরের বিন্দু কণায় তোমাকে দেখতে চাই
ঠান্ডা একটু পরশ যদি তুমি দিয়ে যাও আমায়।
ঝরে পড়া শিউলি ফুলের মাঝে তোমায় খুজি
গেথে মালা পথ চেয়ে রই,
তুমি আসবে কাছে পড়বে মালা
কাছে টেনে নিবে আমায়।
গেথে মালা পথ চেয়ে রই,
তুমি আসবে কাছে পড়বে মালা
কাছে টেনে নিবে আমায়।
যতোই তুষার ঝরে পড়ুক
ঢেকে যাক সব কিছু শুভ্রতায়,
শিউলি শুকিয়ে পড়ে থাক ধূলিতে,
শিশির বিন্দুগুলো গলে মিশে যাক মাটিতে,
তবু, তোমাকে আমি খুজি ফিরি তাদের মাঝে
শুধু পেতে স্বগীর্য় ভালোবাসা তোমার কাছে
জানিনা, সেই তুমি আজ হারালে কোথায়।
ঢেকে যাক সব কিছু শুভ্রতায়,
শিউলি শুকিয়ে পড়ে থাক ধূলিতে,
শিশির বিন্দুগুলো গলে মিশে যাক মাটিতে,
তবু, তোমাকে আমি খুজি ফিরি তাদের মাঝে
শুধু পেতে স্বগীর্য় ভালোবাসা তোমার কাছে
জানিনা, সেই তুমি আজ হারালে কোথায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন