আমি জেগে ছিলাম নভেম্বর ১৯, ২০১০
রাত্রি যখন তৃতীয় প্রহর,
হারিয়ে আলো আঁধার মেঘে।
আলোর পিছু ছুটছে আঁধার,
তখনো আমি ছিলাম জেগে।
তেতুঁল বনের আঁধার ছায়ায়,
মিলিয়ে যখন শেষ নিশাচর।
তখনো আমি জেগেই ছিলাম,
চাঁদের যখন মুক্ত প্রহর।
জোনাক জ্বলা সন্ধ্যা যখন,
গড়িয়ে নিঝুম রাত্রি গভীর।
ঠিক তখনো জেগেই আমি,
চাঁদ বিলাসীর জন্য অধীর।
চাঁদের ছায়ায় বিলের জলে,
লাল পদ্মের রুপ রুপান্তর।
জেগে ছিলাম বিলের ই পাড়ে,
যুগ হতে যেনো যুগ যুগান্তর।
লালিমা ছোয়া শেষ রজনীর,
বিষাদে যখন দিগন্ত লাল।
তখনো আমি জেগে ই ছিলাম,
উড়িয়ে হাওয়ায় স্বপ্ন পাল।
তোমারি মত আমিও রাতে,
জেগে ই ছিলাম একলা ঘরে।
যোজন দূরের জীবন পথে ও,
রাত্রি মোদের মিলিত করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন