[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১১

আমার মা বলেন

আমার মা বলেন ডিসেম্বর ১৬, ২০১১

 তোমরা যে বল, বিজয়, বিজয়, মহান বিজয়।
 মুক্তির বিজয়, স্বাধীনতার বিজয়,মানুষের বিজয়।
 বিজয়ের মাস এলে,
 শ্লোগানে শ্লোগানে মুখুর করো রাজপথ,
 সেমিনারে, বক্তৃতায় মঞ্চ রাখো গরম।
 বলতে পার কি?
 বিজয় কোথায় ? কিসের বিজয়, কাদের বিজয়?
 আমি কোন বিজয় দেখি না,
 বিজয় দেখি না। কোথাও পাই না তাহাকে।
 এ বিজয় কেবল তাদের, কেবল তাদেরই জন্য,
 যারা রাজনীতিবিদ দানবের মত।
 যারা স্বার্থপর মানুষের মত।
 যারা স্বাধীনতা বিরোধি শক্তির মত।
 যারা রাজাকার । এবং
 কতিপয় মুক্তিযোদ্ধাদের।
 যারা নিহত হলে,মূত্যু হলে, হয়ে যান শহীদ।
 কবর হয়ে উঠে আত্ত্বতুষ্টির বেদী।
 এ বিজয় কেবল তাদেরই জন্য, কেবল তাহাদেরই জন্য।
 আর যারা মাটিতে পিঠ রেখে,
 জারুলের উজ্জ্বল বেগুনি ফুল মঞ্জুরিত শাখার দিকে তাকিয়ে,
 মৃর্ত্তিকায় বিনা বেদনায় বিছায়েছে অমূল্য প্রাণ,
 যেখানে বিরাঙ্গনা এখনো কেবলই বিরাঙ্গনা,
 সমাজ তাকে করে রাখে এক ঘরে,
 জোটে না কাফন,জোটে নামাজ দাফন।
 দু বেলা দু মুঠো খাবারে জন্য হয়ে যান পতিতা।
 তাকে আমি বিজয় বলি না, কখনো বলবো না।
 কেমন করে বলি,
 সাভারের ঐ স্মৃতির মিনার দেখে,
 সংবাদ পত্রের ছাপানো কালো কালির অক্ষরে,
 টিভি’র পর্দার আলোচনার তুমুল ঝড়ে,
 জাতীয় সংসদের গোল টেবিল বৈঠকে,
 মাঠে ময়দানে পাড়ার মোড়ে উঠতি নেতাদের গলাবাজিতে।
 নীতি বর্জিত নেতাদের বুলসিট বক্তৃতায়।
 তোমর বিজয় উত্তসব দেখছ, আরোও দেখবে আগামীর পথে।
 বিজয় মাঠের প্রস্তুতি পর্বের দিনগুলি দেখন

কোন মন্তব্য নেই: