[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

সোমবার, ২১ নভেম্বর, ২০১১

11 11 11


যখন সকল কথা শেষ হয়ে যায়/ না বলা কথার ভার মূক স্তব্ধতায়
কাঁপে ভীরু প্রদীপের শিখার মতোন।
দিনে যতো আনাগোনা/ কথা দিয়ে জাল বোনা
থেমে যায় একদিন হঠাৎ কখন।
থামে না তো স্রোত, শুধু পড়ে যায় ঝরা দল।
... তখন হৃদয়ে নামে ভোরের আকাশ/ পাখা মেলে বুনো বালিহাঁস,
সকালের রোদ গায়/ কালো মেঘ ছেড়ে যায়/ ভুলে গেছে বাসা তার
জানে শুধু সে সাঁতার।

কোন মন্তব্য নেই: