মনের বাসনা হাসনাত । আল-বদর,মদিনা
আমার মনের বাসনা ছিল তোমাকে নিয়ে
সেই তুমি চলে গেলে দঃখ যাতনা দিয়ে।
যানিনা তুমি কেন এমন করলে
আমাকে ছেরে তুমি অন্যের হাত ধরলে।
তোমার জন্য আজও আমার হৃদয়টি ফাঁকা
যানিনা কি কারনে আমায় দিলে ধোকা।
তুমিকি যানতে চাওনা আমি কেমন রয়েছি
শত কষ্টের মাঝেও আমি এখনও বেঁচে আছি।
তোমার জন্য চলে এলাম দূর থেকে দূরে
এখন পর্যন্ত তোমার জন্য মনটা আমার পোড়ে।
হাজারো কষ্ট দিলে দুঃখ দিলে মনে
তোমার কথা মনে পরে আমার প্রতিটি ক্ষনে।
নিস্বাসেও ছিলে তুমি বিশ্বাসেও তুমি
তোমায় ছেরে একা একা কেমনে থাকবো আমি।
৩০/০৫/২০১১ ইং
আমার মনের বাসনা ছিল তোমাকে নিয়ে
সেই তুমি চলে গেলে দঃখ যাতনা দিয়ে।
যানিনা তুমি কেন এমন করলে
আমাকে ছেরে তুমি অন্যের হাত ধরলে।
তোমার জন্য আজও আমার হৃদয়টি ফাঁকা
যানিনা কি কারনে আমায় দিলে ধোকা।
তুমিকি যানতে চাওনা আমি কেমন রয়েছি
শত কষ্টের মাঝেও আমি এখনও বেঁচে আছি।
তোমার জন্য চলে এলাম দূর থেকে দূরে
এখন পর্যন্ত তোমার জন্য মনটা আমার পোড়ে।
হাজারো কষ্ট দিলে দুঃখ দিলে মনে
তোমার কথা মনে পরে আমার প্রতিটি ক্ষনে।
নিস্বাসেও ছিলে তুমি বিশ্বাসেও তুমি
তোমায় ছেরে একা একা কেমনে থাকবো আমি।
৩০/০৫/২০১১ ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন