[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

সোমবার, ২১ নভেম্বর, ২০১১

বাঁচব বলে, বাঁচতে চাই..............

বাঁচব বলে, বাঁচতে চাই...


পা হাঁটে-পা দৌড়ায়, উৎসব ঢালা রাজপথে কত শত পা
হঠাৎ শোনা যায়, ‘হেঁটে হেঁটে হাঁটে না, হাঁটি হাঁটি হেঁট না’
জীবনের বাহনে দুটি চাকা চলতে চলতে হাঠাৎ থেমে যেন
থামে না; থামতেই চায় না। সূর্যকিরণে বিকশিত হোক সব
চিত্ত। কলুসিত মুখ, কলুসিত দৃষ্টি হারানো জলে ধুয়ে যাক!
দিন নেই, রাত নেই কতক পাখি উঁকিঝুকিই মারে সমস্বরে
কতক পাখি উড়াল দিয়ে ছুঁই ছুঁই করে, ছুঁয়ে ফেরে অসীম!
হায়রে পাখি তুমি পথ চেনো পথিক চেনো না! তাঁকেও না,
যে কাঁচের বোতলে রবি শস্য ফলাবে বলে শপথ নিয়েছে…
সে জন্ম প্রতিবন্ধী। কিন্তু তুমি? তুমি যে বিবেক প্রতিবন্ধী!




কোন মন্তব্য নেই: