[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

তবু ফিরলো না সে

তবু ফিরলো না সে
-হাসলাত-

বর্ষা বাদল শরত ফুড়া‍লো
সবুজ ধানশীষে আঁশ বুনে; তামাটে রং ধরছে
এই হেমন্তে।
তবু ফিরলো না সে
জয়ন্ত টিলার সবুজ বুননে; আসছে ‍ধেয়ে
হিমেল হাওয়া।
কবিতা মাখা আলো হয়তো ছুঁয়ে ছিল সে
দূর্বাঘাস ছুঁয়ে লুকিয়ে থাকে লজ্জাবতী; তাকে নাইবা ছুঁইলাম
হেমন্তের এই অবেলায়।

আজ হেমন্তের বিকেল
ঢলে পরা বেলা যাচ্ছে বয়ে; নরম আলো ছুঁয়ে হেমন্ত মঙ্গল
আসছে ভেসে ঐ নদীটির ওপার হতে।
আমার উঠানজুড়ে বসেছে মেলা আজ
কথার ডানার ফড়িং; উড়ে এলো বাজিয়ে মাদল
ধান শ‍ালিকের জটলায়।

কোন মন্তব্য নেই: