ভালবাসা তবু নীরবেই কেঁদে যাবে...
নীরবেই আসা-যাওয়া নীরবতায়,
পিছনেই পরে রই পশ্চাৎ সমরে !
ব্যথিতের ব্যথা কাঁদে বেদনায় ;
পাষাণের বুক কাঁপে অথরে ।
কলম সরব কলমের কাজে,
কতদিন পর কত কথা বলা !
নীরব কান্নার অশ্রু ঝরে নির্ঝর
একদিন সাঙ্গ হবে এ পথ চলা !!
ভালবাসা তবু নীরবেই কেঁদে যাবে
ভালবাসার পৃথিবীতে রবে হাহাকার !
মিথ্যের আবরণে সত্যের মৃত্যু হলে
সত্যরে বিশ্বাস করা মেলা ভার !!
আবেগ ঘন আজ আবেগের বশে,
এতদিন পর নিস্পাপ মুখখানি দেখা !
সবাই আছে সবার আবেগের মাঝে
পিছনে ক্লান্তপথিক পরে রয় একা !!
পিছনেই পরে রই পশ্চাৎ সমরে !
ব্যথিতের ব্যথা কাঁদে বেদনায় ;
পাষাণের বুক কাঁপে অথরে ।
কলম সরব কলমের কাজে,
কতদিন পর কত কথা বলা !
নীরব কান্নার অশ্রু ঝরে নির্ঝর
একদিন সাঙ্গ হবে এ পথ চলা !!
ভালবাসা তবু নীরবেই কেঁদে যাবে
ভালবাসার পৃথিবীতে রবে হাহাকার !
মিথ্যের আবরণে সত্যের মৃত্যু হলে
সত্যরে বিশ্বাস করা মেলা ভার !!
আবেগ ঘন আজ আবেগের বশে,
এতদিন পর নিস্পাপ মুখখানি দেখা !
সবাই আছে সবার আবেগের মাঝে
পিছনে ক্লান্তপথিক পরে রয় একা !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন