আজ আমি নেই
আজ আমি আমার মাঝে নেই
থাকতেও যে চায় না আর,
তোমাদের সবার মাঝে বেচে থাকত
যেখানে পশুরা প্রতিনিয়ত তাড়া করে।
এক জ্যান্ত সুস্থ মাংস পিন্ড
বেচে থেকেও যা মৃত লাশ
অতীত আমার মনকে কুকড়ে দেয়,
তখন শুধু যে মনে হয়
আমি যে আমার মাঝে নেই।
শিরা উপশিরায় জেগে উঠা ক্রোধ
বের হয়ে আসে শত যুগের দীর্ঘশ্বাস এর মতই;
মুখ দিয়ে কোন কথা বের হয় না
কারণ আমি যে আর আমার মাঝে নেই।
স্বতস্ফুর্ততার লেশ মাত্র নেই এখানে
আছে শুধু আগুনের জলন্ত শীখা
সেই আগুনে পরে গেলে সব শেষ;
শুধু একটা কথাই বলবে অন্তরটা
আমি যে আজ আমার মাঝে নেই।
থাকতেও যে চায় না আর,
তোমাদের সবার মাঝে বেচে থাকত
যেখানে পশুরা প্রতিনিয়ত তাড়া করে।
এক জ্যান্ত সুস্থ মাংস পিন্ড
বেচে থেকেও যা মৃত লাশ
অতীত আমার মনকে কুকড়ে দেয়,
তখন শুধু যে মনে হয়
আমি যে আমার মাঝে নেই।
শিরা উপশিরায় জেগে উঠা ক্রোধ
বের হয়ে আসে শত যুগের দীর্ঘশ্বাস এর মতই;
মুখ দিয়ে কোন কথা বের হয় না
কারণ আমি যে আর আমার মাঝে নেই।
স্বতস্ফুর্ততার লেশ মাত্র নেই এখানে
আছে শুধু আগুনের জলন্ত শীখা
সেই আগুনে পরে গেলে সব শেষ;
শুধু একটা কথাই বলবে অন্তরটা
আমি যে আজ আমার মাঝে নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন