কষ্টের কত রং
নিঃসঙ্গতা
কষ্টের রং নীল হয়,
শোনেছি হরেক রং হতে পারে কখনো !
রঙধনুর রঙ উদ্ভ্রান্ত ঘোরাঘুরি করে তাই-
দুঃখের জলকণায় প্রিজমের মত ।
কখনো নীল, কখনো লাল, কখনো কালো কিংবা ধলো-
সাত রঙ যেন হাজার রঙের পশরা সাজায় !
আমি একা সেই রঙ সর্বাঙ্গে মাখি-ধারণ করি যত পারি,
এইত আমি, এর মাঝেই আমার বসত,
আমার নিয়তি বাঁধা !
কষ্টের রং নীল হয়,
শোনেছি হরেক রং হতে পারে কখনো !
রঙধনুর রঙ উদ্ভ্রান্ত ঘোরাঘুরি করে তাই-
দুঃখের জলকণায় প্রিজমের মত ।
কখনো নীল, কখনো লাল, কখনো কালো কিংবা ধলো-
সাত রঙ যেন হাজার রঙের পশরা সাজায় !
আমি একা সেই রঙ সর্বাঙ্গে মাখি-ধারণ করি যত পারি,
এইত আমি, এর মাঝেই আমার বসত,
আমার নিয়তি বাঁধা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন