মন খারাপ করা গান………..আমার কাছে ভাল লেগেছে
অন্যভাবে উপস্থাপন করলাম । আশাকরি ভাল লাগবে সবার
====================================================
অন্যভাবে উপস্থাপন করলাম । আশাকরি ভাল লাগবে সবার
====================================================

মন খারাপ করা বিকেল মানেই
মেঘ করেছে
মেঘ করেছে

দূরে কোথাও দু-এক পশলা
বৃষ্টি হচ্ছে।
বৃষ্টি হচ্ছে।

ঘর আবছায়া আর ভিজে ভিজে
হাওয়ায় মাখা
হাওয়ায় মাখা


মাথার ওপর মিছিমিছি
ঘুরছে পাখা।
ঘুরছে পাখা।

সরগরম কিন্তু বাইরে রাস্তা
পানের দোকান
পানের দোকান

http://i.imgur.com/I6vyM.jpg
রেডিওতে হঠাৎ একটা
পুরনো গান।
পুরনো গান।

শান্ত নদীটি পটে আঁকা

তার সুরটা চেনাচেনা বলেই
ছোঁয়াচ লাগে
ছোঁয়াচ লাগে

কলকাতাতে সন্ধে হবার
একটু আগে।
একটু আগে।

মন খারাপ করা বিকেল মানেই
মেঘ করেছে
মেঘ করেছে

দূরে কোথাও দু-এক পশলা
বৃষ্টি হচ্ছে।
বৃষ্টি হচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন