[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

পল্লী বধুর চোখে মুখে আজ স্বপ্ন আঁকা;

পল্লী বধুর চোখে মুখে আজ স্বপ্ন আঁকা;
হাসনাত

পুব আকাশে উঁকি দিল
স্ফটিক দানায় আলো তুললে মাথা;
শরতের সুবর্ণ শিউলি নতজানু ধুলায়।
বিষণ্ন যেন আকাশটা
সাদা মেঘ যাচ্ছে পালিয়ে;
আকাশ ‍নীলের ছায়া ছেড়ে।
কৃষকের পা ভিজে শিশিরে
মেঠোপথে মাদার ফুলের সুঘ্রাণ;
ধুলায় ফুলের লাল দল মেখেছে।
হেমন্তে চির চেনা কাঁচা সুবাস ভাসে
সবুজ ধানের ছড়ায় সাদা সাদা ফুল;
আকুল করা বাউরী বাতাস।

‍আসছে হেমন্ত ক্ষেত হালকা কুয়াশা ঢাকা
যেন সাদা চাদরে আলোর ‍ঝিকিমিকি খেলা;
হাওয়ায় ভাসে কাঁচা ধানের সুবাস।
রঙিন আঁচলে ঘোমটা টানা
পল্লী বধুর চোখে মুখে আজ স্বপ্ন আঁকা;
নাইওর যাবে এই নবান্নে।
লাউয়ের মাচায় সাদা ফুল ফোটে
সবুজ ডগায় ডানা মেলে লাল ফড়িং;
ডোবার কঞ্চি‍তে বসে লাল ঠোঁট মাছরাঙা।

কোন মন্তব্য নেই: