তোমাকে...
নভেম্বর ২৮, ২০১১
তোমার সাথে তোমার হাতে,
কত কত স্বপ্ন ভাঙ্গে
মনকে সাজাই নতুন করে,
রংধনুর ওই সাতটি রঙে।
নতুন করে স্বপ্ন বাঁধি,
গড়তে যে ঘর তোমার সাথে।
স্বপ্ন ভাঙ্গ রোজ প্রভাতে,
ঘুমের ভেতর ঘুম ভাঙাতে
কষ্ট করে আবার ঘুমাই,
তার পরেও সুখ যে না পাই
কেন এতো হিংসে তোমার,
আমার সাথে সুর মেলাতে।
ফের যদি আর তোমায় দেখি,
রোজ সকালে ঘুম তাড়াতে
ব্যাটারি খুলে রেখে দেব,
দেখব জাগাও কোন কলাতে।
ছোট্ট ঘড়ি, মিষ্টি ঘড়ি,
আর দিয়োনা অ্যালার্ম তুমি
স্বপ্নগুলো যাচ্ছে হয়ে,
প্রানহারা এক মরুভূমি।।
****************
স্কুলে পড়ার সময় লিখেছিলাম।
নভেম্বর ২৮, ২০১১
তোমার সাথে তোমার হাতে,
কত কত স্বপ্ন ভাঙ্গে
মনকে সাজাই নতুন করে,
রংধনুর ওই সাতটি রঙে।
নতুন করে স্বপ্ন বাঁধি,
গড়তে যে ঘর তোমার সাথে।
স্বপ্ন ভাঙ্গ রোজ প্রভাতে,
ঘুমের ভেতর ঘুম ভাঙাতে
কষ্ট করে আবার ঘুমাই,
তার পরেও সুখ যে না পাই
কেন এতো হিংসে তোমার,
আমার সাথে সুর মেলাতে।
ফের যদি আর তোমায় দেখি,
রোজ সকালে ঘুম তাড়াতে
ব্যাটারি খুলে রেখে দেব,
দেখব জাগাও কোন কলাতে।
ছোট্ট ঘড়ি, মিষ্টি ঘড়ি,
আর দিয়োনা অ্যালার্ম তুমি
স্বপ্নগুলো যাচ্ছে হয়ে,
প্রানহারা এক মরুভূমি।।
****************
স্কুলে পড়ার সময় লিখেছিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন