[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

ছয় টি প্রহর


ছয় টি প্রহর

183112_1587529332516_1364303787_31264158_3483151_n
এক)
রাত বিরাতে ঘুম ভাঙ্গে
রাত বিরাতে জ্বর আসে অঙ্গে
স্যাত স্যাতে চোখ, বিক্ষিপ্ত স্বপন
তৃষ্ণা লাগে-লাগে ভূখ,ভীষন গোপন।

(দুই)
ঘামার্ত দেহ
জামা কাপড় ছেড়ে অন্ধকারে থাক
দেখেনি কেহ ;

(তিন)
এক ঝাঁক তারার মেলায় এক খন্ড চাঁদ
দ্বিধা দ্বন্দের দো’টানায় আটকা পড়ি
জ্বলে পুড়ে খাঁক হওয়া বাসনা
তলে তলে তুমি এত্তো! বুযতে পারিনি ফাঁদ;

(চার)
ঘুট ঘুটে অন্ধকার চিলে কৌঠায়
ঈষৎ নয়ন তুলে খুঁজো কি
ফুটফুটে গোলাপী ঠোঁট দু’টো
ততক্ষনে বুকের উপত্যকায় ঠায় খুজে পায়।

(পাঁচ)
উত্তপ্ত সুমুদ্র জল তান্ডব
নোনতা স্বাদের মাছ গুলো বিক্ষিপ্ত হয়তো
বিলুপ্ত এক খানি দ্বীপ
আবার জেগে উঠার স্বপ্ন দেখে প্রতি নিয়ত।

(ছয়)
চোখ মুদেধ্যান মগ্ন হই
একাগ্র চিত্ত্বে রপ্তকরি তোমার প্রেমযোগ
মুগদ্ব বিমুগদ্ব স্বপ্ন আরাধনা
যতোই দগ্ধ হই;যৌবনও তো চায় ভোগ।

কোন মন্তব্য নেই: