পরীর মত সাজতে তুমি
পূর্নিমার মত হাসতে
মৌরীর মত চুমিতাম
আমি
জ্বরোত্ত্বাপে কাঁপতে ।
কুকিলের মত ডাকতে গানের সুরে
জানিনা কেন
কাছে গেলে বাগতে দূর সুদূরে
সুব্রত হয়ে ফুটতে রাতে
শিউলী হয়ে ঝরে পড়তে
দুষ্টমিতে টল মল মিষ্টি
রোদ্দুর
শিশির ঢাকা ঘাষ ফুল
সমূহ উল্লাসে দুলে উঠতো আমার আমূল প্রেম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন