ভালবাসায় মনোনিবেশ
যদি আমার তরে তোমার হৃদয়
করো ভালবাসায় মনোনিবেশ;
তবে দূর করো আজি মনোবেদনা
জাগুক হৃদয়ে স্বপ্নীল মনোবাসনা।
পশ্চাতে ঠেলে দাও নির্ভয়ে পুরোনো
হৃদয়ের সবটুকু মান-অভিমান;
তোমার প্রতি বাড়বে মম মনোধিকার
ভালবাসা আজি দু’জনার সমোধিকার।
করো চরিতার্থ নিশীতে স্বপ্নালোকের
মাঝে তোমার শত কামনা-বাসনা;
তোমার তৃষায় দূরীভূত হোক বেদনা
জাগুক যুগল মনে ভালবাসার চেতনা।
স্বপ্নের বিভোরে খুলে দাও তোমার
অবরুদ্ধ করা তমাট মনোমন্দির;
রাখ অটুট চিরতরে ভালবাসার মনোবল
ঘুচে যাক দুঃখ-ঝরুক চোখের নোনাজল।
শীতল করো মন ভালবাসায় রাঙ্গিয়ে
জীবনের গদ্যে-পদ্যে হৃদয় মনোরঞ্জন;
প্রেম যেন না হয় মিছে শুধু মরীচিকা
স্বপ্ন যেন না হয় প্রেমহীন বিভীষিকা।
করো ভালবাসায় মনোনিবেশ;
তবে দূর করো আজি মনোবেদনা
জাগুক হৃদয়ে স্বপ্নীল মনোবাসনা।
পশ্চাতে ঠেলে দাও নির্ভয়ে পুরোনো
হৃদয়ের সবটুকু মান-অভিমান;
তোমার প্রতি বাড়বে মম মনোধিকার
ভালবাসা আজি দু’জনার সমোধিকার।
করো চরিতার্থ নিশীতে স্বপ্নালোকের
মাঝে তোমার শত কামনা-বাসনা;
তোমার তৃষায় দূরীভূত হোক বেদনা
জাগুক যুগল মনে ভালবাসার চেতনা।
স্বপ্নের বিভোরে খুলে দাও তোমার
অবরুদ্ধ করা তমাট মনোমন্দির;
রাখ অটুট চিরতরে ভালবাসার মনোবল
ঘুচে যাক দুঃখ-ঝরুক চোখের নোনাজল।
শীতল করো মন ভালবাসায় রাঙ্গিয়ে
জীবনের গদ্যে-পদ্যে হৃদয় মনোরঞ্জন;
প্রেম যেন না হয় মিছে শুধু মরীচিকা
স্বপ্ন যেন না হয় প্রেমহীন বিভীষিকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন