[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শুক্রবার, ২০ জুলাই, ২০১২

স্বপ্ন বিনোদিনী শ্রাবণ অঝরধারায় ঝরে

স্বপ্ন বিনোদিনী শ্রাবণ অঝরধারায় ঝরে


স্বপ্ন বিনোদিনী শ্রাবণ অঝরধারায় ঝরে
এখন শ্রাবণ।এমন বৃষ্টি ঝরার দিনে, ফিরে এলো না আর পোষা ময়না টা খাঁচায়।ময়নাটির ইচ্ছাতেই, আমি ওকে মুক্তি দিয়ে ছিলাম।বিহঙ্গ স্বাধীনতার উল্লাস দেখে।অধিকারের পাল্লাটা উর দিকেই ভারি ছিল।তাইতো খাঁচার বাঁধন খুলে দিতে, বিন্দু মাত্র কষ্ট ছিল না সেদিন।আমার ভালোবাসাটাকে সে কোন দিন প্রাণে পুষে নাই। শুধু মুক্তির জন্য অসম্ভব কাতর ছিল।সে দিন বুঝেছিলাম বন্দিত্বে ভালোবাসা শিকড় গজায় না।বন্দিত্বের অভিমান, মনের পাড় ভেঙ্গে যায়,নদীর তীর ভাঙ্গার মত।
এমন দিনে, ময়নাটির কথা খুব মনে পরছে।ওকি আগের জীবন ফিরে পেয়েছে? ওকি সত্যই স্বাধীন জীবন যাপন করছে?ওকি এমন বৃষ্টি ঝরা বাদলে, সবুজ পাতার আঁড়ালে খুনসুটিতে মত্ত?নাকি এমন জল ভেজা দিনে অবহেলায় নিজেকে ভেজায়? নাকি আবার উল্টো টা, স্বাধীনতার স্বাদ ঘুচেছে?আজ এই বৃষ্টির আরশিতে এত সব প্রশ্নের জল ছবি কেনই বা ভাসে? কেনই বা শ্রাবণ বার বার ফিরে আসে? অমূলক ভাবনা,শ্রাবণ ধারায় আজ আপ্লুত জল কণা।
স্বপ্ন বিনোদিনী শ্রাবণ অঝরধারায় ঝরে,
বিরহ ব্যথার সব জ্বালা মুছে, এক স্বপ্ন যৌবনা শ্রাবণ
বার বার ফির আসে।
1419@3 শ্রাবণ, বর্ষাকাল।

কোন মন্তব্য নেই: