রাঙ্গা বউ রঙ্গিলা
(তারিখঃ ২৮ জুলাই ২০১২, ৩:৫৪ পূর্বাহ্ন)
রাঙ্গা বউ রঙ্গিলা
কি জাদু দিলা
‘এই মোর’ ভালবাসা সব নিলে
হেরিনু আমি তব পুষ্প দিলে।
মন বঁধুয়ারে!
যেইদিন তুমি এসেছ ওগো জীবনে আমার!
সেইদিন থেকে জেনেছে এই মন ‘তুমি যে আমার’!
রাঙ্গা বউ রঙ্গিলা
কি জাদু দিলা
ঘুচে গেল মোর সব আঁধার
পরোয়া করিনা কোন বাধার!
মন বঁধুয়ারে!
যেইদিন তুমি লিখিয়েছ নাম আমার জীবন খাতায়
সেইদিন থেকে বসে গেছ তুমি আমার হৃদয় পাতায়!
কি জাদু দিলা
‘এই মোর’ ভালবাসা সব নিলে
হেরিনু আমি তব পুষ্প দিলে।
মন বঁধুয়ারে!
যেইদিন তুমি এসেছ ওগো জীবনে আমার!
সেইদিন থেকে জেনেছে এই মন ‘তুমি যে আমার’!
রাঙ্গা বউ রঙ্গিলা
কি জাদু দিলা
ঘুচে গেল মোর সব আঁধার
পরোয়া করিনা কোন বাধার!
মন বঁধুয়ারে!
যেইদিন তুমি লিখিয়েছ নাম আমার জীবন খাতায়
সেইদিন থেকে বসে গেছ তুমি আমার হৃদয় পাতায়!
রাঙ্গা বউ রঙ্গিলা
কি জাদু দিলা
আমি ফিরে ফিরে আসি শুধু তোমারি কাছে
পরোয়া করিনা কোনও-কে কি বলিল পাছে!
কি জাদু দিলা
আমি ফিরে ফিরে আসি শুধু তোমারি কাছে
পরোয়া করিনা কোনও-কে কি বলিল পাছে!
মন বঁধুয়ারে!
ওগো প্রিয়া! প্রিয়দর্শিনী! যেইদিন থেকে এসেছ তুমি জীবনে মোর
‘এই মোর’ মন বলে, সেইদিন থেকে মধুময় হল আমার প্রতিটি ভোর!
ওগো প্রিয়া! প্রিয়দর্শিনী! যেইদিন থেকে এসেছ তুমি জীবনে মোর
‘এই মোর’ মন বলে, সেইদিন থেকে মধুময় হল আমার প্রতিটি ভোর!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন