“…বিভ্রান্ত আলোর পথ…”
তুমি ইশারার অপেক্ষায়ভালোবাসা প্রস্তুত ওভেনে
প্রেমে পড়েছি আমি !
বোঁ বোঁ ঘুরছে জোনাকি কানের কাছে
তার নগ্ন পা পথের শেষ !
অন্তিম আগমনে এলো বৃষ্টি
আঁধারের প্রস্ফুটন চুম্বনে চুম্বনে
শিলা ছুঁয়ে গেল তরঙ্গের হাঁটু
আমাদের অনন্ত প্রেমে !
জমে ওঠে দুজনের শব্দ খেলা
দেখি দৃশ্যপট, প্রণয়ের লুকোচুরি
নিরবচ্ছিন্ন বৃষ্টিতে..
যুগলবন্দির মতো বোধে ও স্ফূর্তিতে
তামাটে চোখে খুঁজি
বিভ্রান্ত আলোর পথ
প্রেমে পড়েছি আমি !
বোঁ বোঁ ঘুরছে জোনাকি কানের কাছে
তার নগ্ন পা পথের শেষ !
অন্তিম আগমনে এলো বৃষ্টি
আঁধারের প্রস্ফুটন চুম্বনে চুম্বনে
শিলা ছুঁয়ে গেল তরঙ্গের হাঁটু
আমাদের অনন্ত প্রেমে !
জমে ওঠে দুজনের শব্দ খেলা
দেখি দৃশ্যপট, প্রণয়ের লুকোচুরি
নিরবচ্ছিন্ন বৃষ্টিতে..
যুগলবন্দির মতো বোধে ও স্ফূর্তিতে
তামাটে চোখে খুঁজি
বিভ্রান্ত আলোর পথ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন