[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শনিবার, ২৮ জুলাই, ২০১২

উড়ন্ত রুমালের নন্দনতত্ত্ব...

 

উড়ন্ত রুমালের নন্দনতত্ত্ব


মেয়েটি একবার শুধু
আমার হাতের তালুতে ঢেলেছিলো
প্রকৃতি ও প্রেমের সরল শব্দকোষ।


সেই থেকে নির্বোধ আঙ্গুলের ভাঁজে ভাঁজে
মানবিক পৃথিবীর যাবতীয় হরিৎ প্রান্তর।


বিন্যস্ত বনের শাখায় প্রবল বর্ষণের পরে
ঝকমকে পত্রালির মিছিলে আমি
হয়ে গেছি ছায়াডোবা চনমনে রোদ।


উড়ন্ত রুমালের নন্দনতত্ত্ব জানে কি মেয়েটি?
জানে কি সফেদ চাদরের ময়দানে
শিল্পনিরপেক্ষ যুদ্ধে হেরে যাবার অভিনয় করে
কী ভীষণ রকম জিতে গেছি আমি!
মেয়েটি একবার শুধু চোখে ঢেলেছিলো আলো।

তারপর থেকে বর্ণান্ধ চোখেরা আমার
খেলাচ্ছলেই সরিয়ে দিয়েছে
পৃথিবীর তাবৎ অন্ধকার।

কোন মন্তব্য নেই: