[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শুক্রবার, ২০ জুলাই, ২০১২

তুমি নেই বলে

তুমি নেই বলে

Photobucket
জানালার আতশিতে আটকে রয় চোখ
বিদ্যুতের ঝলকানি ঝলসে দিতে চায় চারিধার,
মেঘের বজ্র হুন্কারেও থাকে মিষ্টি আহবান
এসো ভিজি বৃষ্টিতে দুজনে মিলে।

অঝোর ধারায় ঝরছে শ্রাবণের বারিধারা
টিপটিপ বৃষ্টির ঝন্কারে বাজে মাদকতার সুর
ভালবাসার আহবান প্রতিধ্বনীত হয় সেই সুরে
এসো ভিজি বৃষ্টিতে দুজনে মিলে।

বার বার তাকাই বাইরে
মন ছুটে যেতে চায়,
ইচ্ছে করে সিক্ত করি অশান্ত মনটাকে
তবু বন্দি করি নিজেকে, বির্সজন দিয়ে সব ইচ্ছাকে
কি হবে ভিজে এই বৃষ্টিতে,
কি হবে দিয়ে আহবান সেই মিষ্টি সুরে?

কি করে বুঝায় বৃষ্টিকে,
তুমি নেই বলে থেমে গেছে সব কিছু
থেমে গেছে জীবনের সব সুর গুলি।

বৃষ্টি, সে কি তা বুঝবে কখনো??

কোন মন্তব্য নেই: