তুমি যখন সন্ধ্যা হবে
তুমি যখন মেঘ হবে
বুঝবে ঝরে পরার কি সুবর্ণ সুখ; জ্যোত্স্নায় ছড়িয়ে পরা আলো
তুমি যখন নদী হবে
বুঝবে ভাটায় হারানোর সুখ; ভোরের সাদা আলোর মত বিভাস
তুমি যখন আকাশ হবে
বুঝবে মহাশূণ্যে বেদনার সুখ; সাঁঝের নরম আলোর মত হারানো
তুমি যখন ভোরের হাওয়া হবে
বুঝবে শীতল পরশের সুখ; বৃষ্টি ছোঁয়ার মত স্পর্শকাতর
তুমি যখন দুপুর হবে
বুঝবে দ্বিপ্রহরে গরম সুখ; পাতার ফাঁকে লুকিয়ে ঘুঘু জোরা খুনসুঁটি
তুমি যখন সন্ধ্যা হবে
বুঝবে দিন ফুরানোর সুখ; তন্দ্রায় জেগে স্বপ্নের মত চাওয়া
তুমি যখন রাত্রি হবে
বুঝবে অন্ধকারের বিবর্ণ সুখ; জোনাক আলোতে আশ্রয় বিমুখ
তুমি যখন~~~~~বুঝবে।
বুঝবে ঝরে পরার কি সুবর্ণ সুখ; জ্যোত্স্নায় ছড়িয়ে পরা আলো
তুমি যখন নদী হবে
বুঝবে ভাটায় হারানোর সুখ; ভোরের সাদা আলোর মত বিভাস
তুমি যখন আকাশ হবে
বুঝবে মহাশূণ্যে বেদনার সুখ; সাঁঝের নরম আলোর মত হারানো
তুমি যখন ভোরের হাওয়া হবে
বুঝবে শীতল পরশের সুখ; বৃষ্টি ছোঁয়ার মত স্পর্শকাতর
তুমি যখন দুপুর হবে
বুঝবে দ্বিপ্রহরে গরম সুখ; পাতার ফাঁকে লুকিয়ে ঘুঘু জোরা খুনসুঁটি
তুমি যখন সন্ধ্যা হবে
বুঝবে দিন ফুরানোর সুখ; তন্দ্রায় জেগে স্বপ্নের মত চাওয়া
তুমি যখন রাত্রি হবে
বুঝবে অন্ধকারের বিবর্ণ সুখ; জোনাক আলোতে আশ্রয় বিমুখ
তুমি যখন~~~~~বুঝবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন