[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শনিবার, ২৮ জুলাই, ২০১২

শূন্য নিশি

 

শূন্য নিশি




রাতের আকাশ, শূন্য উঠান, নিশি মেঘের বাণ,
হাস্না হেনা শুনছে জেগে, জোছনা পালার গান।

তারার দেশে, ঘুম আবেশে, রাত্রি জেগে রয়,
ঘুম পাড়ানি হালকা বাতাস, মৃদু সুরে বয়।

চাঁদের প্রেমে, আঁধার নামে, উদাস মনের ঢেউ,
নদীর ধারে, কাশবনে আজ, একলা বসে কেউ।

রাতের নদী, নিরবধি, ঢেউ খেলে তার জলে,
চাঁদের আলোয়, অবুঝ মনে, দুঃখ পাহাড় ঢলে।

তন্দ্রা মোহে, আচ্ছাদিত, শুকতারা সাম্পান,
রাতের বুকে, মুখ লুকিয়ে, রোদের অভিমান।

চাঁদের সাথে আড়ি আমার, অন্ধকারে ফেরা,
শূন্য নিশি, দেয়না স্বপন, ঘুমের কাঁথা ছেড়া।

শেষ ট্রেনে আজ ফিরছি বাড়ি, শুন্য তেপান্তর,
শূন্য নিশি, আমার চোখে বাঁধবি কি তুই ঘর...

কোন মন্তব্য নেই: