[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শুক্রবার, ২০ জুলাই, ২০১২

অসহ্য কষ্টের কাব্য

 অসহ্য কষ্টের কাব্য

মাঝে মাঝে জীবনটাকে অনেক অসহ্য লাগে।
কোন কিছুই করতে ইচ্ছে করে না,
অসহ্য লাগে সকালের নীরবতাকে,
অসহ্য লাগে ঘড়ির কাটার টিক টিক শব্দ,
অসহ্য লাগে বৃষ্টির টুপটাপ অশ্লীল নৃত্য।
অসহ্য লাগে সকালের প্রিয় গরম চায়ের পেয়ালাকে,
আর ফেলে আসা এক হ্রাস স্মৃতিমালাকে।

ভাবি আমরা মানুষ কেন এতো স্বার্থপর হই?
কেন আমরা সব ভুলে যাই এতো সহজেই।
ফেলে আসা স্মৃতি—-
ফেলে আসা অনুভাব—-
আর ফেলে আসা হাসি-কান্না গুলোকে।
কেনই বা ইদানীং ভালবাসাগুলো ভেঙে যায়
এক তুড়িতেই, কত সহজেই মানুষ হয়ে যায় পর,
আর রেখে যায় কিছু আঁচড়—-।
জীবনের খাতায় প্রেমের হিসাব মেলে ব্যর্থতার মাঝে।

কিছু প্রিয় মানুষ চলে যায় একেবারেই অন্য জগতে
যেখানে তাকে ছোঁয়া যায় না—
দেখাও যায় না—-
কথা বলাও যায় না—-
আর যায় না তার বুকে মাথা রেখে একটু ঘুমানো,
হয়তো আমিও একদিন চলে যাবো তোমাদের ছেড়ে
কিছুটা অভিমান আর বাকীটা অনুরাগ নিয়ে।

তখন আমায় মনে রেখো না তোমরা তোমাদের
স্মৃতির ডায়রির পাতাতে—–।

কোন মন্তব্য নেই: