[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ১২ আগস্ট, ২০১২

ভাবের বিজ্ঞাপন

 

ভাবের বিজ্ঞাপন

 

কেমন আছিস? নিশ্চিত ভাল তুই!
শহরের কতশত ঝুট-ঝামেলার পর আমরা ক'জন আজও দাঁড়িয়ে থাকি। এখনও সেই আগেরই মত স্বপ্ন আঁকি তোর বাতায়নে। রুদ্ধশ্বাস চোখের পলক, মন ছুটে যায় অসীম দূরত্বে শুধু তোর দিকে তাকিয়ে। কারো টিউশনির তাড়া কারো বা ক্লাস যায় যায় আর কারো হয়তো মেসের বাজার করার সময়। ঠিক তখনই উলট-পালট হয় সকাল-দুপুর-বিকেল। সময়ের সঙ্গে মনের দর কষাকষি চলে। এক পলকে মিনিট-সেকেণ্ড চলে কিন্তু আমাদের স্বপ্ন গড়ায় দুরন্ত দ্রুততায়। ইচ্ছায় আর অনিচ্ছায় আমাদের চোখ হাঁটে। একটি বৃদ্ধ অশ্বত্থ গাছের পাশের ব্যালকনিতে। লক্ষ্যহীন চোখের বিচরণ তোর বেশ ভাল লাগতো জনতাম। কিন্তু সেই তোর ভান করার ছলে আকাশ ছিল ভাবের ঠিকানা । সেই তুই ছিলে আমাদের ভাবের বিজ্ঞাপন। কর্পোরেট তুই! দিনান্তে তোর মুখশ্রী হয় আমাদের পাড়ার বিলাসী রঙ্গ। পুড়ে পুড়ে ছাই হয় স্বপ্ন। পুড়ে যাওয়া স্বপ্নের মরুভূমিতে উজ্জ্বলতর কিছু সময় কিছু মনের লেনদেন। এটাই বা নেহাত কম নয়?

কোন মন্তব্য নেই: