[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২

ভুতু-মন...........


ভুতু-মন.........

যে কল্পনাগুলি মৃত, যারা ভুত হয়ে গেছে
আর মনুষ্যজন্ম পাবে না বলে যাদের
হাহাকার নাই। ভুতজন্মে স্থিত
মেনে নিয়েছে ভাগ্যলিপি
পতন ও বিহ্বলতা তাদের
আর উৎকণ্ঠিত নয় - তেমনই
স্থির হয়ে যেতে চায় মন।

পূর্বস্থিত বেদনা যেন অপহৃত হয়েছে
এমনই সুস্থিতি চেয়ে
মৌন; চাইছে এই প্রণতিটুকু
পার্শ্ব-চরিত্রের।
যেন প্রতিসরণে বেঁকে গেলে বাক্য
তার অবলোকনে
আর হয়রানি না হয়।
উপরন্তু, মাছ-গন্ধের লোভে
জৈষ্ঠ্যের রাত্তিরে
যদি জেগে থাকে কেউ
নিরাপদে তার ঘাড়ও মটকাতে
পারবে সে, কৌশলে।

এই নিশ্চিতিটুকু উপরি পাওনার মতো
সুগন্ধি ছড়ায় ।
ভুত-জন্মে আগ্রহী মন
আজ পুলকিত, এই ভেবে।

হা রে রে রে রে
ভুতুম ভুতুম মন রে আমার
ভুত হতে যে চায় রে

কোন মন্তব্য নেই: