[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২

মগজ পোড়া কাব্য

মগজ পোড়া কাব্য
522272_329308323797136_100001539147249_878805_2085994076_n[1]

বুকের মাঝে কষ্ট জমাট
বুকের মাঝে রংধনু রং;
বুকের মাঝে মুখ লুকানো
বুকের মাঝে বাসন্তী ঢং।
বুকের মাঝে সাগর হারায়
পৃথিবীটা ছোট অনেক;
চোখের মাঝে যা দেখা যায়
বুকে থাকে হাজার জমিন।

তুমিও কি স্বপ্ন লুকাও
দু’চোখ বুজে বুকের মাঝে;
স্বপ্ন পোড়া ছাই গুলো সব
জমে থাকে বুকের পাশে।
মগজ পোড়া কাব্যগুলো
বুকের মাঝে ঠিক জ্বলে যায়;
জ্বলে যাওয়া কাব্যগুলো
হাজার দুয়ার ঘরকে সাজায়।

বুকের মাঝে নিজের ছায়া
হঠাৎ দেখে আতকে উঠি;
স্বপ্ন গুলোর মরন দশা
বুকের মাঝেই সুখ যে খুঁজি।
তোমার বুকের জরির আচঁল
আমার বুকে আগুন জ্বলে;
তুমিই আমার কাফন কেন
ভালোবাসার আন্তরালে।

কেমন করে আটকে থাকি
হাজার বছর খাঁচার মঝে;
খাঁচার মাঝে আটকে থেকে
যুদ্ধ করি নিজের সাথে।
বুকের মাঝে কষ্ট জমাট
বুকের মাঝে সাগর কাঁদে;
বুকের মাঝে তুমি পোড়
বেনারসী শাড়ী পরে।

বুকের মাঝে কষ্ট জমাট
বুকের মাঝে রংধনু রং
বুকের মাঝে মুখ লুকানো
বুকের মাঝে বাসন্তী ঢং


* [লিখেই পোষ্ট ভুল থাকতে পারে ]

কোন মন্তব্য নেই: