সে দিন সে এসেছিল'
চৈত্রের শেষ রাত এবং বৈশাখের প্রথম দিনে,
ওকে আমি বলেছিলাম,
শ্রাবণের প্রথম বৃষ্টিকণা আমি তোমাকে দেব।
আমার চোখের দিকে তাকিয়ে,
স্নিগ্ধহাসি হেসে মাথা দুলিয়েছিল,
হাত নেড়ে মৌণ্য বিদায় বলে চলে গিয়েছিল।
আমি দাঁড়িয়ে ছিলাম পলাশ গাছে হেলান দিয়ে।
বৈশাখ মাসে কি পলাশ পাওয়া যায়?
আমি জানি না।
শ্রাবণের ঠিক শুরুতে, সূর্য যখন উঠছিল,
সে দিন সে এসেছিল, হাতে ছিল একটা পলাশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন