আয়নায় মুখোশ
আয়নায় মুখোশ
.....................
দেয়ালে টাঙ্গানো মুখোশ
আয়নায় জমে থাকা ধুলো
সবাই যদি ফিরেই আসবে
বন থেকে হরিণ শিকারের গল্প নিয়ে
আমরা কেনইবা ছিপ ফেলে
গল্প করেছি রুই কিংবা কাতলের
আমরা যারা জাল ফেলে
করসরত করে
হাডু ডু ডু খেলেছি
মাটিভাঙা মাঠে
বাঁদর কিংবা হরিদাসের সাইকেলের
টিং টিং বেলে
বিকেলে নীল আকাশে
কুনো এক দালান পরীর
ছায়া নিয়ে
সন্ধ্যায় বুঝি ঘুমিয়ে গেছে
গাঁয়ের কিশোরেরা আগামি
দিনের মিছিলে
কাঁঠাল পাতায় উড়ো টাকায়
বাড়িতে বাড়িতে
হাঁড়ির টুং টাং বৈরাতী
চলে নৃত্য মন ভূমে
একদিন সবাই খবর শুনে
আয়নায় জমে থাকা ধুলো
আরও বেশি প্রকট হয়
দেয়ালে টাঙ্গানো মুখোশ
ফিরে ফিরে আসে
সোনালি আঁশের সবুজ গন্ধে
এই বাঙলায়
পাঁচ মউসুম পর পর
কাঁঠাল পাতা জড়ো হয়
কাঁঠাল ভেঙে হুইসেল নিয়ে
প্রতীক্ষায় থাকা কিশোর যুবক
বুড়ো হয়
মুখোশ পড়ে থাকে আয়নায়
.....................
দেয়ালে টাঙ্গানো মুখোশ
আয়নায় জমে থাকা ধুলো
সবাই যদি ফিরেই আসবে
বন থেকে হরিণ শিকারের গল্প নিয়ে
আমরা কেনইবা ছিপ ফেলে
গল্প করেছি রুই কিংবা কাতলের
আমরা যারা জাল ফেলে
করসরত করে
হাডু ডু ডু খেলেছি
মাটিভাঙা মাঠে
বাঁদর কিংবা হরিদাসের সাইকেলের
টিং টিং বেলে
বিকেলে নীল আকাশে
কুনো এক দালান পরীর
ছায়া নিয়ে
সন্ধ্যায় বুঝি ঘুমিয়ে গেছে
গাঁয়ের কিশোরেরা আগামি
দিনের মিছিলে
কাঁঠাল পাতায় উড়ো টাকায়
বাড়িতে বাড়িতে
হাঁড়ির টুং টাং বৈরাতী
চলে নৃত্য মন ভূমে
একদিন সবাই খবর শুনে
আয়নায় জমে থাকা ধুলো
আরও বেশি প্রকট হয়
দেয়ালে টাঙ্গানো মুখোশ
ফিরে ফিরে আসে
সোনালি আঁশের সবুজ গন্ধে
এই বাঙলায়
পাঁচ মউসুম পর পর
কাঁঠাল পাতা জড়ো হয়
কাঁঠাল ভেঙে হুইসেল নিয়ে
প্রতীক্ষায় থাকা কিশোর যুবক
বুড়ো হয়
মুখোশ পড়ে থাকে আয়নায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন