উজান
তোর মনে পড়ে?
ছোটবেলায়
গঙ্গার ঘাটে বসে বলতিস,
আমরা বড় হলে
গঙ্গায় সাঁতার কাটবো,
আর আমি হাসতাম।
কতদিন আগের কথা,
আমরা তো এখন বড়
কিন্তু
আমাদের সাঁতার কাটা
আর হয়নি।
চল না
আবার সেই ছোটবেলার মত
দু’জনে ঠিক করি
আমরা সাঁতার কাটতে যাবো।
গঙ্গার উজানে ভাসতে ভাসতে
আবার নতুন করে
শুরু করবো ছোটবেলা
আমাদের দুজনের ছোটবেলা।
খুব খুব ইচ্ছে করে রে
দুজনে একসাথে
ভাসতে।
আবার এটাও জানি
ঠিক ছোটবেলার মত.
এই ইচ্ছেটাও হারিয়ে যাবে
যেমন হারিয়েছে ছোটবেলা।
হয়তো অপেক্ষা করবো
আরও আরও বড় হওয়ার।
যত বড় হব
তত দুরে যাবে ছোটবেলা
সাথে ইচ্ছেটাও।
ছোটবেলায়
গঙ্গার ঘাটে বসে বলতিস,
আমরা বড় হলে
গঙ্গায় সাঁতার কাটবো,
আর আমি হাসতাম।
কতদিন আগের কথা,
আমরা তো এখন বড়
কিন্তু
আমাদের সাঁতার কাটা
আর হয়নি।
চল না
আবার সেই ছোটবেলার মত
দু’জনে ঠিক করি
আমরা সাঁতার কাটতে যাবো।
গঙ্গার উজানে ভাসতে ভাসতে
আবার নতুন করে
শুরু করবো ছোটবেলা
আমাদের দুজনের ছোটবেলা।
খুব খুব ইচ্ছে করে রে
দুজনে একসাথে
ভাসতে।
আবার এটাও জানি
ঠিক ছোটবেলার মত.
এই ইচ্ছেটাও হারিয়ে যাবে
যেমন হারিয়েছে ছোটবেলা।
হয়তো অপেক্ষা করবো
আরও আরও বড় হওয়ার।
যত বড় হব
তত দুরে যাবে ছোটবেলা
সাথে ইচ্ছেটাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন