ফুলের কথন
ফুল বলে- প্রিয়া, তুমি এসো প্রজাপতির
ডানা মেলে, আমার কাঁধে এই খানে
বসো; তোমায় আপ্যায়ন করবো সুমিষ্ট
সৌরভে, তোমার পাখার রূপালী রঙ্গে
রাঙ্গাবো আমার পাপড়ির কপোল।
হাওয়ায় মিশে তোমায় আমি নিয়ে যাবো
ঐ দিগন্তে; তুমি আর আমি উড়ে উড়ে
আকাশের নীলে ভালোবাসার রঙ ছড়াবো।
বিষন্ন নীলের মৌনতার গলায় কথার
মালা পড়াবো। বলবো, আর মন খারাপ
নয়, এই দেখ! আমি আছি না তোমার
পাশে! তোমার নীল শাড়ীতে জ্যোস্নার
রূপালী জরি দিয়ে সাজাবো। তোমায়
আমি গোধূলির সোনালী আভায় স্নান
করাবো, রাতের আকশের তারকা খচিত
উত্তরীয়ে ঘোমটা পড়াবো।
ফুল বলে- প্রিয়া, তুমি এসো প্রজাপতির
ডানা মেলে, আমার কাঁধে এই খানে
বসো; তোমায় আপ্যায়ন করবো সুমিষ্ট
সৌরভে, তোমার পাখার রূপালী রঙ্গে
রাঙ্গাবো আমার পাপড়ির কপোল।
হাওয়ায় মিশে তোমায় আমি নিয়ে যাবো
ঐ দিগন্তে; তুমি আর আমি উড়ে উড়ে
আকাশের নীলে ভালোবাসার রঙ ছড়াবো।
বিষন্ন নীলের মৌনতার গলায় কথার
মালা পড়াবো। বলবো, আর মন খারাপ
নয়, এই দেখ! আমি আছি না তোমার
পাশে! তোমার নীল শাড়ীতে জ্যোস্নার
রূপালী জরি দিয়ে সাজাবো। তোমায়
আমি গোধূলির সোনালী আভায় স্নান
করাবো, রাতের আকশের তারকা খচিত
উত্তরীয়ে ঘোমটা পড়াবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন