একটি কবিতা
কবিতার রাজরাণী
স্বপ্নে দেয় হাতছানি
এ শূণ্য বুকে
কেন জানি কোন ঝোকে
এসেছিল ফাগুন রাতে
এলোমেলো এ জীবনটাতে
নিঃসঙ্গে হয়েছিল দোসর
কেটে যাক বেদনার প্রহর
ঝলমলে আলোয় ভরে যাক
শূণ্য মনের উঠোন,আর থাক
কাচের গ্লাসে ভরা উপচানো মদ
সময়ের পিঠে বেড়ে উঠা বিপদ...
নতুন করে নিরিবিলি এ বিকেলে
কবিতার কথা মনে এলে
ভুলে যাই অতীতের দুঃখগাথা
দু একটি পঙতি,ঝড়ে পড়া একটি বৃক্ষলতা
নীরবে বলে দেয় আমার অতীতঘাসের মাঠে কুয়াশা জমে নি,কমেছে শীত।
স্বপ্নে দেয় হাতছানি
এ শূণ্য বুকে
কেন জানি কোন ঝোকে
এসেছিল ফাগুন রাতে
এলোমেলো এ জীবনটাতে
নিঃসঙ্গে হয়েছিল দোসর
কেটে যাক বেদনার প্রহর
ঝলমলে আলোয় ভরে যাক
শূণ্য মনের উঠোন,আর থাক
কাচের গ্লাসে ভরা উপচানো মদ
সময়ের পিঠে বেড়ে উঠা বিপদ...
নতুন করে নিরিবিলি এ বিকেলে
কবিতার কথা মনে এলে
ভুলে যাই অতীতের দুঃখগাথা
দু একটি পঙতি,ঝড়ে পড়া একটি বৃক্ষলতা
নীরবে বলে দেয় আমার অতীতঘাসের মাঠে কুয়াশা জমে নি,কমেছে শীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন