কালের বিবর্ণ হাসুলীর বাঁকে
IrEeN KaNTa |
নিরব সময় বেদনা বিধুর
কোজাগরী জ্যোস্না ভাবায় না,
স্বপ্ন অবয়ব সব আমার করেছে লুট
রাতভর আঁধার ঘরটায়!
শুধু আমার সাথে এই বিলাসী বৈভব কেন?
ভাবনার ইশারায় বৃষ্টি ঝরে শুধু
সেই শিহরণ পুলকিত বটে,
হূদয় পটে শুধু পুতুল নাচ
শরীর যেন হাওয়ায় ভাসে
বন্ধা মেঘের পাঁজরে নিয়েছি ঠাঁই,
ছুঁয়েছি শরীর স্বপ্ন দেবীর
তন্দ্রায় ভালোবাসার অমোঘ নেশায় নষ্ট হতে থাকি
কালের বিবর্ণ হাসুলীর বাঁকে,
কর্ষনে ভুঁইয়ের ফসিল, বীজ বুনে যায়;
আর আমি স্বপ্নঘোর তন্দ্রায় জেগে উঠি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন