ঐ পথে চেয়ে থাকি আসবে সে
IreeN KanTa |
জানি সে ফিরবেই
হাওয়ার চন্দনের টিপ পরে।
হাওয়ার চন্দনের টিপ পরে।
আসবে ভেসে মৃত্যু ঘ্রাণ
নদীর জোয়ারে জ্যোত্স্না যবে পরেছে ঢলে
আমার কঙ্কাল বৈধব্য,
শুভ্র বসন নেই
আগল খোলা খিরকী আমার দেখবার সহবাস।
নদীর জোয়ারে জ্যোত্স্না যবে পরেছে ঢলে
আমার কঙ্কাল বৈধব্য,
শুভ্র বসন নেই
আগল খোলা খিরকী আমার দেখবার সহবাস।
ঐ পথে চেয়ে থাকি আসবে সে
গড়িয়ে বেলা, সাঁঝে
না হয় রাত গভীর হলে!
যখন খেলবে খেলা আঁধার উদল গায়গড়িয়ে বেলা, সাঁঝে
না হয় রাত গভীর হলে!
হাওয়া জড়িয়ে স্বপ্ন গিলে খায়;
জ্যোত্স্না ভেজা কালের সারথী
কাঁপে থর থর,
বৃষ্টি নুপূর পরে আসবে সে
কঙ্কাল স্নানে সনাতন যাতনা
অসয্য পৈশাচিক যন্ত্রণা ভুগে
আসবে সে, বসবে মুখোমুখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন