[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

এই তো সেদিনও


এই তো সেদিনও

এই তো সেদিনও
শুধু পদধ্বনি শুনবার অপেক্ষা
প্রতিটা প্রহর,ক্ষণে ক্ষণে যেন জন্ম হয় আচমকা এক বিহ্বলতা।
সেদিনটা আজও এক বিস্ময়
অজানার পেলবতায় মোড়ানো
জেগে উঠে স্মৃতি,অসম চাওয়ার এক অসুর মগ্নতা।

যে মগ্নতায় ডুবে,পানকৌড়ি। বেলা শেষে নিথর মগ্নতায়,সাঁঝ।
আঁধার মগ্নতায়,নিঃসঙ্গ রাত। শিউলী তলার মগ্নতায়,ঝরে শিউলি।
পথের মগ্নতায়,পথের চিহ্ন।

আর আমার সিঁথানে জেগে থাকে,
আমার মগ্নতা। কৌনিক দূরত্বে অভিমান
বসে ছিল নোট প‌্যাড হাতে,শৈলী স্কেচ আঁকে বৃষ্টির মুখ চেয়ে।
পরেছিল যাতনা খানিক
পথের অম্বরে আঁধার রাতে
শিউলী ছুঁয়েছিল গা তার,এলোমেলো বাউল বাতাস।

নীল পাথর। কাঞ্চনজঙ্ঘার রুপ দর্শন, মুছে যাওয়া ক্ষতে মালিশ প্রবল।
না পাওয়া, চাওয়ার ব্যর্থতায় ঢেকে থাক। সর্বনাশই আত্মহনের মত্ততায়।
তবু কেন,জলছবি ভাসে জলে;বৃষ্টির বাতায়ন খোলা আজও।

কোন মন্তব্য নেই: