প্রেয়সীর মুখ দেখিয়াছি
প্রেয়সীর মুখ দেখিয়াছি
আজিম হোসেন আকাশ
কাব্যগ্রন্থ-কষ্টের আকাশ
আজিম হোসেন আকাশ
কাব্যগ্রন্থ-কষ্টের আকাশ
প্রেয়সীর লাজুক মুখ আমি দেখিয়াছি
তাই বাংলার রূপ আর খুঁজিতে চাই না,
তার হরিণী চোখের স্বচ্ছ আয়নায়
বাংলার রূপ বিদ্যমান;
তার বাঁকা ঠোঁটের উজ্জ্বল হাসিতে
জোছনার মায়াবী চাঁদ খেলা করে,
তার মেঘবরণ কেশ জুড়ে
দক্ষিণা বাতাস দোল খেয়ে যায়;
তার কোমল হাতের উষ্ণ পরশে
পৃথিবীর সব সুখ লুকিয়ে আছে।
প্রেয়সীর তুলনা প্রেয়সী নিজেই
সে তুলনার অধীন,
আর আমার হৃদয়ের স্পন্দন
আমার প্রতিটি রক্ত কনিকায়-
তাই প্রেয়সীর বসবাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন