আমাদের পরিচয়
সেপ্টেম্বর ১৪, ২০১২ |
আরশিতে দেখো মুখ, অদেখা সুদূর-সহচর!
চেয়ে দেখো কপালে দু’ভুরুর মাঝ বরাবর
ছোট এক টোল আছে একটু উপরে
কোনোদিন দেখোনাই যারে ভালো করে,
সে আমার খুব চেনা, বহুদিন তারে আমি জানি;
এরচে’ও সুনিবিড় আমাদের পরিচয়খানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন