মনো দিল না বধু
মনো নিল যে শুধু
আমি কি নিয়ে থাকি
মহুয়া মাতাই ঢোলক
দোলে পলাশের নোলক
বাঁধে কেউ বাহুরও রাখি
আমি কি নিয়ে থাকি
মনো দিল না বধু
হিয়া তোর অবুঝ টিয়া
খোঁজে কোন সবুজ প্রিয়া
দিতে চাস আমায় ফাঁকি
আমি কি নিয়ে থাকি
মনো দিল না বধু
মনো নিল যে শুধু
আমি কি নিয়ে থাকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন