না-কবিতা
এই দেখ এসে গেছি
লিখেছি যে সদ্য
অন্তে তে মিল আছে
নয় এটা গদ্য।
লিখেছি যে সদ্য
অন্তে তে মিল আছে
নয় এটা গদ্য।
খুঁজে পেতে এনেছি যে
সুকমারী ছন্দ
পদ্যে তে তাই পাবে
টক টক গন্ধ।
সুকমারী ছন্দ
পদ্যে তে তাই পাবে
টক টক গন্ধ।
কেউ বলে বড় বাজে
লেখা কর বন্ধ
নাক তুলে কেউ বলে
পড়ে নেই আনন্দ।
লেখা কর বন্ধ
নাক তুলে কেউ বলে
পড়ে নেই আনন্দ।
আরো বলে শোন মেয়ে
বলছি যে স্পষ্ট
সব মানে বোঝা গেলে
কবিতাটা নষ্ট।
বলছি যে স্পষ্ট
সব মানে বোঝা গেলে
কবিতাটা নষ্ট।
আমি বলি দুর ছাই
এর বেশি জানি না
ভাবি যাহা লিখি তাহা
কবিতা তো বলিনা।
এর বেশি জানি না
ভাবি যাহা লিখি তাহা
কবিতা তো বলিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন