[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২

সোনালী দিনের একটু পরশ

 

সোনালী দিনের একটু পরশ

 
বহু দনি বহু সময় পর
রঙধনুর আলোয়
দগিন্ত প্রসারতি মাঠরে সবুজ গালচিায়
যখন শষে বকিলেরে আলোক ধারা নভিু নভিু
তখন তোমাকে পলোম

জীবনরে চারপিাশে যখন বক্ষিপ্তি ছড়ানো
মাকড়সার জাল
আঁধারে ঢাকা শয়ন কক্ষে
আবারো আয়োজন ফুল শয্যার
চাঁদরে মষ্টিি আলোর বছিানায়
পরশিষেে তোমাকইে পলোম

ফসলহীন মাঠে যখন কৃষকরে হাহাকার
ঘাসহীন প্রান্তরে
রাখালরে শরীর বয়েে যখন ঘাম শুকয়িে লবণ ঝরে
আকাশে এক টুকরো মঘে ও এক পশলা বৃষ্টি নয়িে
তখন তুমইি এলে আমার পাশে

র্সূয ডোবার গোধুলি আলোয়, শরীররে ভাঁজে ভঁজে
রঙধনুর সাতরং ভারী বোঝা মনে হয়

সন্ধ্যা তারার ঝলকানি শষেে
মষ্টিঘিন সুখকর মূর্হুতে
হাহাকার প্রান্তরে
তুমইি এলে
সোনালী দনিরে একটু পরশ নয়িে

কোন মন্তব্য নেই: